উত্তর: তীক্ষ্ণতা ও কম্পাঙ্কের মধ্যে পার্থক্য নীচে দেখানাে হল :
তীক্ষ্ণতা | কম্পাঙ্ক |
1. সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য করা হয়, তাকে তীক্ষ্ণতা বলে। | 1. 1 second-এ স্বনকের কম্পনসংখ্যাকে কম্পাঙ্ক বলে। |
2. তীক্ষ্ণতা শ্রবণেন্দ্রিয়ের এক বিশেষ অনুভূতি। তাই একে পরিমাপ করা যায় না। | 2. কম্পাঙ্ক একটি পরিমাপযােগ্য ভৌত রাশি। |
3. তীক্ষ্ণতা হল কম্পাঙ্কের ফল। কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে এবং কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা কমে। | 3. কম্পাঙ্ক হল তীক্ষ্ণতার কারণ। |
4. কেবল সুরযুক্ত শব্দেরই তীক্ষ্ণতা থাকে। সুরবর্জিত শব্দের তীক্ষ্ণতা থাকে না। | 4. যে-কোনাে শব্দেরই কম্পাঙ্ক থাকে। |