তীক্ষ্ণতা ও কম্পাঙ্কের পার্থক্য কী ?

উত্তর: তীক্ষ্ণতা ও কম্পাঙ্কের মধ্যে পার্থক্য নীচে দেখানাে হল :

তীক্ষ্ণতা কম্পাঙ্ক
1. সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য করা হয়, তাকে তীক্ষ্ণতা বলে।1. 1 second-এ স্বনকের কম্পনসংখ্যাকে কম্পাঙ্ক বলে।
2. তীক্ষ্ণতা শ্রবণেন্দ্রিয়ের এক বিশেষ অনুভূতি। তাই একে পরিমাপ করা যায় না।2. কম্পাঙ্ক একটি পরিমাপযােগ্য ভৌত রাশি।
3. তীক্ষ্ণতা হল কম্পাঙ্কের ফল। কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে এবং কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা কমে।3. কম্পাঙ্ক হল তীক্ষ্ণতার কারণ।
4. কেবল সুরযুক্ত শব্দেরই তীক্ষ্ণতা থাকে। সুরবর্জিত শব্দের তীক্ষ্ণতা থাকে না।4. যে-কোনাে শব্দেরই কম্পাঙ্ক থাকে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.