শব্দের প্রতিধ্বনি বলতে কী বােঝ ? প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয় ?

শব্দের প্রতিধ্বনি বলতে কী বােঝ ?: কোনাে উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনাে প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌছােলে প্রতিফলিত শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি (echo of sound) বলে।

প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয় ?

শব্দের প্রতিফলনের ফলেই প্রতিধ্বনির সৃষ্টি হয়। বাড়ির বড়াে দেয়াল, পাহাড়ের গা, গাছের সারি, নদীর উঁচু পাড় ইত্যাদি প্রতিধ্বনি সৃষ্টির জন্য প্রতিফলকরূপে কাজ করে।

প্রতিধ্বনি সব সময়ে শােনা যায় না। প্রতিধ্বনি শােনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে একটি ন্যূনতম দূরত্ব থাকা প্রয়ােজন। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শােনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 16.6 meter হওয়া দরকার।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.