গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি ? একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ হল (MCQ)

1. গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি ?

Ans: গমনে অক্ষম একটি প্রাণী হল স্পঞ্জ ।

2. ফার্ন হল—

Ans: ফার্ন হল মারসিলিয়া।

3. একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ হল ?

Ans: একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ হল অপরাজিতা।

4. একটি একবীজপত্রী উদ্ভিদ হল—

Ans: একটি একবীজপত্রী উদ্ভিদ হল ভুট্টা।

5. একটি অপুষ্পক উদ্ভিদ হল—

Ans: একটি অপুষ্পক উদ্ভিদ হল মিউকর।

6. শৈবাল হল—

Ans: শৈবাল হল স্পাইরোগাইরা।

7. উন্নত শ্রেণির অপুষ্পক উদ্ভিদ হল—

Ans: উন্নত শ্রেণির অপুষ্পক উদ্ভিদ হল ফার্ন।

8. শিরদাঁড়াবিশিষ্ট প্রাণীদের বলা হয়—

Ans: শিরদাঁড়াবিশিষ্ট প্রাণীদের বলা হয় মেরুদণ্ডী।

9. চিংড়ি হল একধরনের—

Ans: চিংড়ি হল একধরনের সন্ধিপদী।

10. নালিকাতন্ত্ৰ উপস্থিত—

Ans: নালিকাতন্ত্র উপস্থিত স্পঞ্জের।

11. পঞ্চভুজাকৃতি প্রাণীরা হল—

Ans: পঞ্চভুজাকৃতি প্রাণীরা হল একাইনোডার্মাটা।

12. এককোশী আণুবীক্ষণিক প্রাণীদের পর্ব হল—

Ans: এককোশী আণুবীক্ষণিক প্রাণীদের পর্ব হল প্রোটোজোয়া।

13. জালকাকার শিরাবিন্যাস থাকে—

Ans: জালকাকার শিরাবিন্যাস থাকে দ্বিবীজপত্রী পাতায়।

14. কোন্‌টি শৈবালের উদাহরণ—

Ans: ক্ল্যামাইডোমোনাস শৈবালের উদাহরণ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.