Q.প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি ?
Ans: জাপান,
Q. দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়
Ans: ১৯৩৯ খ্রিস্টাব্দে,
Q. দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে-
Ans: ১৯৪৫ খ্রিস্টাব্দে,
Q. জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম হল—
Ans: ফ্যাট ম্যান,
Q. মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান যে বছর তাঁর নীতি ঘোষণা করেন—
Ans: ১৯৪৭ খ্রিস্টাব্দে
Q. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন—
Ans: বার্নার্ড বারুচ,
Q. সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ?
Ans: ১৯৪৯ খ্রিস্টাব্দে
Q. পশ্চিমি সামরিক জোট হল-
Ans: NATO
Q. মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হয়—
Ans: মার্শাল পরিকল্পনা,
Q. NATO গঠিত হয় কার উদ্যোগে ?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্র,
Q. Warsaw Pact তৈরি হয় কার উদ্যোগে ?
Ans: সোভিয়েত ইউনিয়ন
Q. উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাধে কবে ?
Ans: ১৯৫০ খ্রিস্টাব্দে
Q. কিউবা সংকট দেখা দেয় কত সালে?
Ans: ১৯৬০ খ্রিস্টাব্দে
Q. সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণা করেন—
Ans: ট্রুম্যান
Q. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন—
Ans: জওহরলাল নেহরু
Q. জোটনিরপেক্ষতার ধারণার জন্ম হয়—
Ans: ভারতে ,