নয়া বিশ্বব্যবস্থা কাকে বলে ?
আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিশ্বব্যবস্থা-সম্পর্কিত বিষয়টি কোনো নতুন ধারণা নয়। বিশ্বব্যবস্থা সম্পর্কে একটি বিখ্যাত তত্ত্ব রয়েছে। ইমানুয়েল ওয়ালারস্টাইন, আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক, রউল প্রেবিশ প্রমুখ লেখকরা এই তত্ত্ব গড়ে তোলেন।
নয়া বিশ্বব্যবস্থা কাকে বলে ?
তাঁরা মার্কসীয় মতবাদের ভিত্তিতে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ করতে গিয়ে এধরনের একটি তত্ত্বের অবতারণা করেন। নয়া বিশ্বব্যবস্থা সেদিক থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী।
মূলত, ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ঠান্ডা লড়াইমুক্ত দুনিয়ায় বিশ্বায়নের প্রভাবে যে নতুন বিশ্বব্যবস্থা গড়ে ওঠে, তাকেই নয়া বিশ্বব্যবস্থা বলা হয়। বিশ্বব্যবস্থাকে রাষ্ট্রসমূহের ব্যবস্থা (System of States) বলেও অভিহিত করা হয়।
আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা নয়া বিশ্বব্যবস্থাকে বিশ্বায়ন প্রভাবিত আধুনিক বিশ্বের পরস্পর নির্ভরশীল রাষ্ট্রগুলির একটি মডেল বলে আখ্যায়িত করেছেন।
রোল্যান্ড রবার্টসমনের মতে, বিশ্বায়ন এক নয়া বিশ্বব্যবস্থা সম্প্রসারণের ধারণার সঙ্গে জড়িত। এককথায় বলতে গেলে, বিশ্বায়ন হল বিশ্বব্যবস্থা সম্প্রসারণের এমন এক প্রক্রিয়া যা রাষ্ট্রসংক্রান্ত যাবতীয় সংকীর্ণ ধারণার অবসান ঘটিয়ে এক নতুন অখণ্ড ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী।