Q. ধর্ম সংস্কার আন্দোলন কি ?:
উত্তর : ধর্মসংস্কার আন্দোলনের সংজ্ঞা : যােড়শ শতকে সমগ্র পশ্চিম ও উত্তর ইউরােপে পােপের নিরঙ্কুশ কর্তৃত্ব, ক্যাথলিক চার্চের দুর্নীতি, ধর্মযাজকদের ভন্ডামি ও অনাচারের বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হয়।
যেযেতু এই আন্দোলন ছিল ধর্মকে গ্লানিমুক্ত করার জন্য আন্দোলন, অর্থাৎ ধর্মকে অনাচার ও কুসংস্কার থেকে মুক্ত করার জন্য আন্দোলন। সেহেতু এই আন্দোলনকে বলা হয় ধর্মসংস্কার আন্দোলন।