প্রাণীর শ্বাসকার্যে ফুসফুস-এর ভূমিকা কী?:
অধিকাংশ স্থলজ উদ্ভিদের মুখ্য শ্বাস-অঙ্গ হল ফুসফুস। এক্ষেত্রে এর ভূমিকা হল—
1. ফুসফুসের অ্যালভিওলাই পরিবেশে বায়ু থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন শােষণ করে রক্তে প্রেরণের ব্যবস্থা করে এবং
2. ফুসফুসের অ্যালভিওলাই শ্বসনে উৎপন্ন CO, কে ব্যাপনের মাধ্যমে রক্ত থেকে পরিবেশে মুক্ত হতে সাহায্য করে। এর পাশাপাশি,
3. ফুসফুস শ্বাসবায়ুর ধারক হিসাবেও কাজ করে।