সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন কত?
সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রত্যেকেই মাসিক 2.50 লক্ষ টাকা বেতন পান। একই সময়ে, প্রতি মাসে 34,000 টাকা আতিথেয়তা ভাতা হিসাবে পাওয়া যায়, এবং অন্যান্য সুবিধাগুলিও ।
বিচারপতিদের বেতন ও ভাতা: বিচারপতিদের বেতন ও ভাতা সম্পর্কিত ব্যয়টি পার্লামেন্টের অনুমােদনের মুখাপেক্ষী নয়।
সংবিধান অনুসারে, সুপ্রিমকোর্ট হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা পার্লামেন্টের অনুমােদন সাপেক্ষ নয়।
ভারতের সঞ্জিত তহবিল থেকে বিচারপতিদের বেতন ও ভাতা-সম্পর্কিত ব্যয় নির্বাহ করা হয়। জরুরি অবস্থা ছাড়া অন্য কোনাে অবস্থাতে বিচারপতিদের বেতন, ভাতা ও কার্যকালের সময়সীমা হাস করা যায় না।