ট্রপিক হরমোন কাকে বলে উদাহরণ দাও ।

ট্রপিক হরমোন কাকে ?

Ans: যেসব হরমােন কোনাে একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাদের ট্রপিক হরমােন বলে।

একটি ট্রপিক হরমোন এর উদাহরণ ।

যেমন—ACTH, GTH প্রভৃতি। ACTH হরমােন অগ্র-পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রন করে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.