অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন ?

অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন ? কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ? অধীনতামূলক মিত্রতা নীতি টিকা !

অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন ?

উত্তর : অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক : ভারতের গভর্ণর জেনারেল লর্ড ওয়েলেসলী ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি প্রবর্তন করেন।

Q. অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন ?

Ans: 1799 সালে ।

Q. অধীনতামূলক মিত্রতা নীতি নীতির শর্তগুলি কী ছিল ?

শর্তাবলী : অধীনতামূলক মিত্ৰতা নীতি অনুসারে কোন দেশীয় রাজ্য এই নীতি গ্রহণ করলে-

(১) কোম্পানি সরকার মিত্রতাবদ্ধ দেশীয় রাজন্যবর্গের রাজ্যগুলির নিরাপত্তার সমূহ দায়িত্ব গ্রহণ করবে।

(২) তার রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে এবং ঐ সেনাদলের ব্যয় নির্বাহের জন্য তাদের রাজ্যের একাংশ বা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি বছর কোম্পানিকে দিবে।

(৩) দেশীয় মিত্র রাজন্যবর্গের বাহিনী ইংরেজ সেনাপতির পরিচালনাধীন হবে। লর্ড ওয়েলেসলি

(৪) মিত্র রাজন্যবর্গ ইংরেজ ছাড়া অন্য সমস্ত ইউরােপীয়দের তাড়িয়ে দিবে এবং প্রতিটি আশ্রিত রাজ্যে একজন করে ব্রিটিশ রেসিডেন্ট রাখবে।

(৫) কোম্পানির বিনা অনুমতিতে অপর কোন শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ ঘােষণা করা যাবে না।

Q. কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?

Ans: প্রথম গ্রহণকারী দেশীয় রাজ্য : অধীনতামূলক মিত্রতার নীতি সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম গ্রহণ করেন ।

1 thought on “অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন ?”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.