কবে কাদের মধ্যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয় ? অমৃতসরের সন্ধি হয় কত সালে ? এই চুক্তির শর্তগুলি লেখাে। এই চুক্তির গুরুত্ব কী?
কবে কাদের মধ্যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর : অমৃতসরের চুক্তির সময়কাল ও দুই পক্ষ : ১৮০৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবকেশরী রণজিত সিংহ এবং ইংরেজ ভর্নর জেনারেল লর্ড মিন্টোর মধ্যে অমৃতসরের চুক্তি সম্পাদিত হয়।
চুক্তির শর্তসমূহ: অমৃৎসরের চুক্তির শর্তসমূহ নিম্নরূপ-
(১) শতদ্রু নদী রণজিতের রাজ্যের পূর্বসীমা হিসাবে গণ্য হবে।
(২) শতদুর পূর্বতীরের শিখরাজ্য ও মিসলগুলি ইংরেজদের রক্ষণাধীন থাকবে।
(৩) উভয় পক্ষ স্থায়ী মৈত্রী বজায় রাখবে।
(৪) রণজিতের রাজ্যে ইংরেজ কোনরূপ হস্তক্ষেপ করবে না।
চুক্তির গুরুত্ব : অমৃৎসরের চুক্তি রণজিতের কূটনৈতিক পরাজয়ের সাক্ষ্য বহন করে। NK. Sinha-র অভিমত অনুসারে এই চুক্তিটি হল— ‘a tragedy of Sikh militant nationalism’ অর্থাৎ শিখ সামরিক জাতীয়তাবাদের একটি বিয়ােগান্তকর ঘটনা।
সন্ধিসূত্রে রণজিতের অখিল শিখ রাষ্ট স্থাপনের বাসনা ধূলিসাৎ হয় এবং তিনি ইংরেজদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে।
তবে একথা অনস্বীকার্য যে চুক্তিসূত্রে তিনি মুলতান, ঝঙ্, কাশ্মীর, ডেরা ইস্মাইল খাঁ, ডেরা গাজি খাঁ ও পেশােয়ার অধিকার করেন।