লক্ষ্ণৌ চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল ? লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব আলোচনা করো । 1916 সালের লক্ষ্ণৌ চুক্তি গুরুত্বপূর্ণ কেন ?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তি।
ভূমিকা : ১৯১৬ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক সংকটের দিনগুলােতে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের লক্ষ্ণৌতে আহূত সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি ইতিহাসে লক্ষ্ণৌ চুক্তি নামে খ্যাত।
লক্ষ্ণৌ চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল ?
চুক্তির উদ্দেশ্য : কংগ্রেস ও মুসলিম লীগ একত্রিত হয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে যত বেশি সম্ভব রাজনৈতিক অধিকার আদায় করাই ছিল এই চুক্তির উদ্দেশ্য।
চুক্তি: ১৯১৬ খ্রিস্টাব্দের ডিসেম্বরে লক্ষ্ণৌতে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ অধিবেশন বসে। এই অধিবেশন দুই দলের সৌহার্দ্যের প্রতীক হিসাবে লক্ষৌ চুক্তি স্বাক্ষরিত হয়।
লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব আলোচনা করো ।
গুরুত্ব : হিন্দু-মুসলিম ঐক্যের ইতিহাসে লক্ষ্ণৌ চুক্তির অপরিসীম গুরুত্ব নিম্নরূপ-
1. এই চুক্তির ভিত্তিতে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়।
2. চুক্তির রূপকার হিসাবে বাল গঙ্গাধর তিলক ও মহম্মদ আলি জিন্না-র ভাবমূর্তি উজ্জ্বল হয়।
3. কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী গােষ্ঠী দুটির বিরােধের অবসান ঘটে।
উপসংহার : লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব আলােচনা প্রসঙ্গে ঐতিহাসিক বিপিন চন্দ্র লিখেছেন– “The Lucknow Pact marked an important step forward in Hindu-Muslim unity”.