ভারতের বৃহত্তম বন্দর কোনটি ? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত ? ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম (Part 1)

1. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?

Ans: নভ সেবা বা জওহরলাল নেহরু বন্দর (মুম্বই),

2. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি ?

Ans: কুশক বাকুলা রিমপোচে (লেহ),

3. ভারতের বৃহত্তম কারাগার কোনটি?

Ans: তিহার আশ্রম (দিল্লি),

4. ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু কোনটি?

Ans: রবীন্দ্র সেতু/হাওড়া ব্রিজ (পশ্চিমবঙ্গ),

5. ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ?

Ans: কৈলাস মন্দির, ইলোরা (মহারাষ্ট্র),

6. ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ?

Ans: ভারতীয় জাদুঘর (কলকাতা),

7. ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কি?

Ans: আলিপুর জুলজিক্যাল গার্ডেন । (কলকাতা)

8. ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি ?

Ans: শ্রীভেঙ্কটেশ্বর জুলজিক্যাল গার্ডেন (তিরুপতি, অন্ধ্র প্রদেশ)

9. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি ?

Ans: আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, শিবপুর (হাওড়া)

10. ভারতের বৃহত্তম নদী ব-দ্বীপ কোনটি ?

Ans: সুন্দরবন,

11. ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ?

Ans: ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা),

12. ভারতের বৃহত্তম পর্বতমালা নাম কি ?

Ans: হিমালয় পর্বতমালা,

13. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি ?

Ans: সম্বর হ্রদ, রাজস্থান.

14. ভারতের বৃহত্তম উপহ্রদ এর নাম কি ?

Ans: চিলকা, ওডিশা.

15. ভারতের উচ্চতম প্রবেশদ্বার কোনটি ?

Ans: বুলন্দ দরওয়াজা, ফতেপুরসিক্রি (আগ্রা, উত্তরপ্রদেশ).

16. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি ?

Ans: উলার (কাশ্মীর),

17. ভারতের বৃহত্তম মসজিদের নাম কি ?

Ans: তাজ-উল-মসজিদ,

18. ভারতের দীর্ঘতম সেতুর নাম কি ?

Ans: ভূপেন হাজারিকা ব্রিজ (অসম),

19. ভারতের দীর্ঘতম ফ্লাইওভার কোনটি ?

Ans: পি ভি এন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে (হায়দরাবাদ),

20. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত ?

Ans: গোরখপুর রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশ (1,366 মিটার)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.