ভাস্কো-ডা-গামা কে ছিলেন ? ভাস্কো-ডা-গামা কবে ভারতে এসেছিলেন ?

উত্তর : ভাস্কো-ডা-গামার পরিচয়: ভাস্কো-ডা-গামা ছিলেন একজন পাের্তুগিজ নাবিক |

ভাস্কো-ডা-গামা কে ছিলেন ?

কৃতিত্ব : ভাস্কো-ডা-গামার কৃতিত্বকে নিম্নলিখিতভাবে আলােচনা করা হলাে-

(১) ১৪৯৮ খ্রিস্টাব্দের ১৭ই মে তিনি ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে পৌছাতে সক্ষম হন।

(২) তিনিই সর্বপ্রথম ইউরােপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।

(৩) তাঁর অভিযানের ফলেই প্রাচ্যের দেশগুলিতে পৌছানাের প্রবেশদ্বার ইউরােপীয়দের কাছে উন্মুক্ত হয়ে যায়।

(৪) তিনি উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে মােজাম্বিক ও কেনিয়ায় পৌছাতে সক্ষম হন।

(৫) তিনি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে জাহাজভর্তি মশলাও অন্যান্য পণ্যসামগ্রী পাের্তুগালের রাজধানী লিসবনে নিয়ে যান এবং পাের্তুগালের রাজার দ্বারা সম্মানিত হন।

(৬) তিনিই সর্বপ্রথম পশ্চিম ভারতে পাের্তুগিজ বাণিজ্যকুঠি স্থাপন করতে সক্ষম হন।

(৭) তাঁর প্রচেষ্টায় ভারতের পূর্ব উপকূলে গােয়া, দমন, দিউ প্রভৃতি স্থানে পাের্তুগিজ বাণিজ্যকুঠি স্থাপিত হয় ।

উপসংহার : পরিশেষে উল্লেখ্য ভাস্কো-ডা-গামার অসামান্য সাফল্যে উৎসাহিত হয়ে পরবর্তীকালে পাের্তুগিজনাবিকেরা ও অন্যান্য দেশের নাবিকেরা ভারতবর্ষ তথা প্রাচ্যের অন্যান্য দেশেআসতে শুরু করে। এবং ব্যবসা-বাণিজ্যসূত্রে লব্ধ অর্থ দিয়ে ইউরােপে শিল্পবিপ্লব ঘটাতে সক্ষম হয়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.