ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে ঘোরে কেন ?:
উত্তর: ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারদিকে ঘােরে। নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং প্রত্যেক ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির-তড়িৎ আকর্ষণ বলই ইলেকট্রনটিকে বৃত্তপথে ঘােরানাের জন্য প্রয়ােজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। তাই ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ঘােরে।