হীরকের ওপর আলাে পড়লে চকচক করে কেন?

হীরকের ওপর আলাে পড়লে চকচক করে কেন? উত্তর: আলাের পূর্ণ প্রতিফলনের জন্য হীরক উজ্জ্বল দেখায়। হীরকের প্রতিসরাঙ্ক খুব বেশি হওয়ায় বায়ু সাপেক্ষে হীরকের সংকট কোণ কম হয়। এই সংক্রট কোণের মান 245°।

হীরকের তলগুলি এমনভাবে কাটা হয় যে, হীরকের ভিতর আলােকরশ্মি প্রবেশ করলে হীরকের বিভিন্ন তলে ওই রশ্মির বারবার পূর্ণ প্রতিফলন হয়।

ওই প্রতিফলিত রশ্মি মাত্র দু-একটি তল দিয়ে বেরিয়ে আসে। তাই হীরককে খুব উজ্জ্বল দেখায়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.