রাজ্য মন্ত্রিসভার দুটি কাজ লেখ ?

রাজ্য মন্ত্রিসভার দুটি কাজ লেখ ?: রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কার্যাবলি হল—

1. নীতি নির্ধারণ ও ৰূপায়ণ: মন্ত্রীসভার প্রধান কাজ হল সরকারি নীতি নির্ধারণ করা এবং গৃহীত নীতিগুলি বাস্তবে রূপায়ণের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া। এভাবে মন্ত্রীসভা রাজ্যের শাসনবিষয়ক যাবতীয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকে।

2. আইন প্রণয়ন: রাজ্য মন্ত্রীসভার হাতে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। রাজ্যের যাবতীয় আইনের খসড়া বা বিল মন্ত্রীসভার নির্দেশে রাজ্য আইনসভায় উপস্থাপন করা হয়। রাজ্য আইনসভায় মন্ত্রীসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করে থাকেন।

এ ছাড়া আইনসভা কোনাে আইনের মূলনীতিগুলি নির্ধারণ করার পর সেগুলিকে পূর্ণতা দানের দায়িত্ব মন্ত্রীসভাকে দিতে পারে। সেক্ষেত্রে মন্ত্রীসভা যেসব আইন প্রণয়ন করে তা অর্পিত ক্ষমতাপ্রসূত আইনরূপে পরিচিত।

3. আয়ব্যয় নিয়ন্ত্রণ: মন্ত্রীসভার একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হল রাজ্যের সরকারি আয়ব্যয় নিয়ন্ত্রণ। প্রতিবার আর্থিক বছর শুরু হওয়ার আগে রাজ্য মন্ত্রীসভার পক্ষ থেকে অর্থমন্ত্রী বাৎসরিক আয়ব্যয়ের আনুমানিক হিসাব বা বাজেট পেশ করেন। মন্ত্রীসভার আর্থিক নীতি বাজেটের মাধ্যমে প্রতিফলিত হয়।

4. অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জরি: রাজ্যের আইনসভার অধিবেশন স্থগিত থাকাকালীন রাজ্য মন্ত্রীসভার পরামর্শক্রমে জরুরি প্রয়ােজনে রাজ্যপাল অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন।

তবে এ ধরনের অধ্যাদেশকে রাজ্য আইনসভার অধিবেশন শুরু হওয়ার ছয় সপ্তাহের মধ্যে আইনসভার অনুমােদন লাভ করতে তা না হলে অধ্যাদেশটি বাতিল হয়ে যায়।

5. বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়সাধন: সরকারি কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়সাধনের দায়িত্ব মন্ত্রীসভার ওপর ন্যস্ত।

6. সরকারি কর্মীদের নিয়ন্ত্রণ: মন্ত্রীসভার ওপর রাজ্য সরকারি কর্মীদের নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার দায়িত্ব রয়েছে। এজন্য রাজ্য মন্ত্রীসভা প্রয়ােজনীয় নীতিনির্দেশিকা জারি করতে পারে।

7. শাসন বিভাগ ও অহিন বিভাগের মধ্যে সংযােগ রক্ষ: রাজ্য মন্ত্রীসভা রাজ্যের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সংযােগ রক্ষার কাজ করে থাকে।

রাজ্য প্রশাসনের কর্তা হিসেবে রাজ্য মন্ত্রীসভা যাবতীয় শাসনবিষয়ক প্রস্তাব বা নীতি আইনসভায় ব্যাখ্যা করে থাকে। অন্যদিকে, আইনসভাও প্রশাসন-সংক্রান্ত যে-কোনাে বিষয় সম্পর্কে মন্ত্রীসভার মাধ্যমে অবহিত হয়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.